Jonmo Amar Nabir Juge Hole Kemon Hoto Bangla Naat Lyrics

জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।

আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান
যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান (২বার),
দয়াল নবীর পিছে নামায পড়লে কেমন হতো
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।

দ্বীনি কতো আলোচনায় থাকতাম আমি অধম
সামনে রাসূলে(দ:) পাক হতো পাশে সাহাবাগণ (২বার),
বুবকর-ওমর-ওসমান-আলীর সঙ্গী কেমন হতো
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।

কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবি
খেলছে শিশু হাছান-হোসাইন সাথে দয়াল নবী (২বার),
নবীর পাক জবানে ডাকছে হাছান শুনলে কেমন হতো
নবীর কাঁধ মোবারকে নাতি হোসাইন
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।

জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
দু’নয়নে রাসূলে(দ:) পাক দেখিলে কেমন হতো
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।

Submit by Akkas AliConnect With us